Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের আগামী একশ বছরের দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শনিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এই নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এবং ভোটাররা পরিবারপরিজনসহ আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

পরিদর্শনকালে তিনি বাস টার্মিনালের যাত্রীসেবা ও ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যা পর্যবেক্ষণ করেন। আদিলুর রহমান খান জানান, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং তা কার্যকর থাকবে। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদের পক্ষে জনগণের মতামত ‘হ্যা’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!