টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুরের পাতলাচড়া এলাকায় ১৬ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা কৃষক দেলোয়ার হোসেনের কলা বাগানে হামলা চালিয়ে ৪ শতাধিক কলার কাঁদি কেটে ফেলে। এতে প্রায় চার লাখ টাকারও বেশি ক্ষতি হয়। দেলোয়ার জানান, তিনি ৬০ হাজার টাকা ধার নিয়ে ৩০ শতাংশ জমি লিজ নিয়ে কলা চাষ শুরু করেছিলেন। দুর্বৃত্তরা কিছু কাঁদি কেটে ফেলে, কিছু অর্ধেক কেটে রেখে যায় এবং কিছু চুরি করে নেয়, ফলে তিনি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স্থানীয় কৃষক লিটন মিয়া, জাহাঙ্গীর, জহুরুল ও তোতা মিয়া ঘটনাটিকে নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। এনসিপির টাঙ্গাইল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করে ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জানান। স্থানীয় ইউপি সদস্য শাজাহান আলীও অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দেলোয়ারকে সহায়তা দেওয়ার দাবি করেন।
ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদ জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত এবং ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।