চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে, তারা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের নির্বাচনি জোটে আর ফিরবে না। দলটি ১৬ জানুয়ারি ঘোষণা দেয় যে তারা ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। দলের সাংগঠনিক সম্পাদক ইফতেখার মাহমুদ তারেক বলেন, জোটে ফেরার কোনো সম্ভাবনা নেই এবং দলটি নিজস্ব প্রতীক হাতপাখা নিয়ে নির্বাচনে অংশ নেবে।
ইসলামী আন্দোলনের জোট ছাড়ার পর জামায়াতের সেক্রেটারি জেনারেল আহসান মাহবুব জুবায়ের জানান, দলটিকে ফেরাতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। জোটের আরেক সদস্য এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদও আশা প্রকাশ করেন যে ইসলামী আন্দোলন জোটে ফিরবে। তবে ইফতেখার মাহমুদ তারেক স্পষ্ট করেন, পর্যালোচনা ও মতামতের ভিত্তিতে দলটি এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই ঘোষণার মাধ্যমে ইসলামী আন্দোলনের জোটে ফেরার জল্পনা শেষ হলো এবং তারা স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে।