জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের কাছে রাখতে রোববার মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এনআইডি, জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন, ইউনিক আইডিসহ নাগরিক সেবা এক জায়গায় থেকে দিতে সিভিল রেজিস্ট্রেশন অধ্যাদেশের খসড়া করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এটি জানার পর এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে বৃহস্পতিবার আন্দোলনে নামেন ইসির কর্মকর্তা-কর্মচারীরা।