Web Analytics

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সাংবাদিকতার পেশা মারাত্মকভাবে অবমূল্যায়িত হচ্ছে। মাত্র একটি উপজেলায় এখন ৩০০ জনেরও বেশি ব্যক্তি নিজেদের ‘সাংবাদিক’ পরিচয়ে চলাফেরা করছেন, যাদের অনেকেই ভুয়া প্রেস কার্ড ব্যবহার করে প্রভাব খাটানো, চাঁদাবাজি ও ভয় দেখানোর কাজে লিপ্ত। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় বর্তমানে আটটি প্রেসক্লাব সক্রিয় রয়েছে, যেখানে সদস্য সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এছাড়া আরও ৭০–৭৫ জন ‘স্বাধীন সাংবাদিক’ হিসেবে পরিচয় দিচ্ছেন।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আবদার পূরণ না করলে অনেকেই নেতিবাচক সংবাদ প্রকাশের হুমকি দেন বা সামাজিক মাধ্যমে ভুয়া প্রচারণা চালান। প্রবীণ সাংবাদিক আবু সাইদ ও শেখ আফজালুর রহমান সরকারের কাছে দাবি জানিয়েছেন, ভুয়া অনলাইন পোর্টাল বন্ধ করা এবং প্রেস কার্ড ইস্যুতে কঠোর যাচাই প্রক্রিয়া চালু করা হোক।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানের জন্য বড় হুমকি। দ্রুত ব্যবস্থা না নিলে প্রকৃত সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!