ট্রান্সশিপমেন্ট ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, "আপনাদের আমি মনে করিয়ে দিই, আমরা এ ঘোষণা দেওয়ার আগে বাংলাদেশ সাইডে কী কী হয়েছে সেটিও দেখবেন।" তবে উল্লেখ করেননি। আরো বলেন, 'ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো ধরনের প্রভাব পড়বে না।' তবে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন দুই হাজার কোটি টাকা খরচ বাড়বে। এছাড়া মুখপাত্র বলেন, 'আঞ্চলিক বাণিজ্যকে বর্ধিত করার প্রয়োজনীয়তা আছে। আমরা বাংলাদেশের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক চাওয়া অব্যাহত রেখেছি।' পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সফর এবং সামনে পাক পররাষ্ট্রমন্ত্রীর সফর প্রসঙ্গে বলেন, আমাদের নজরে রয়েছে।