সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় নয় ঘন্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে। এর আগে ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়াতে রেল যোগাযোগ বন্ধ হয়। চালু হয় ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার পর। রাতভর ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হন। বেশিরভাগ যাত্রীরা স্টেশনেই রাত কাটান। রেলওয়ে সূত্র জানিয়েছে, ওয়াগন লাইনচ্যুত হওয়াতে সিলেট থেকে ঢাকার উদ্দেশে উপবন ট্রেনটি যাত্রা করতে পারেনি। যাত্রীদের টিকিট মূল্য ফেরত দেওয়া হয়েছে বলেও অবগত করেন।