মালয়েশিয়ার নিলাইয়ের মেডিসেরাম এসডিএন বিএইচডি কারখানায় ১৭২ জন বাংলাদেশি শ্রমিকের চাকরিচ্যুতি নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসায় কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন উদ্যোগ নিয়েছে। ২০২৩ সাল থেকে চলমান এই বিরোধ ২০২৫ সালে একাধিক ধর্মঘটের পর তীব্র আকার ধারণ করে। ইতোমধ্যে ১৬ জন শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়েছে, বাকিরা কোম্পানির হোস্টেলে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। হাইকমিশন কোম্পানিকে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের অনুরোধ জানিয়েছে এবং অভিযোগ যাচাইয়ে প্রতিনিধি দল পাঠিয়েছে। কোম্পানি বকেয়া বেতন পরিশোধ ও অভিবাসন ব্যয় ফেরত দিয়েছে। ৮৬ জনের ভিসা নবায়ন অনুমোদিত হয়েছে, ৯৮ জনের প্রক্রিয়া চলমান। শ্রমিকরা অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ চাইলেও তা মালয়েশিয়ার আইনের আওতায় পড়ে। উভয় পক্ষ সমাধানে আগ্রহ দেখিয়েছে, তবে হাইকমিশন সতর্ক করেছে যে ধর্মঘট দীর্ঘায়িত হলে ফেরত পাঠানোর ঝুঁকি বাড়বে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।