সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা। রোববার ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অবরোধে ফলে সাধারণ যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেন। শ্রমিকদের অভিযোগ, দুই মাস ধরে বেতন পান না, কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো সমাধান দেয়নি তারা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।