সোমবার রাতে উত্তর-পূর্ব জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছে এবং প্রায় ৯০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আওমোরি উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে ছিল। ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা পরে তুলে নেওয়া হয়েছে, যদিও উপকূলে ৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে।
ভূমিকম্পে কিছু ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে এবং প্রায় ২,৭০০ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, আগামী কয়েক দিনের মধ্যে আরও কম্পন হতে পারে এবং অন্তত এক সপ্তাহ উচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নাগরিকদের ভূমিকম্প প্রস্তুতি পুনর্বিবেচনার আহ্বান জানান। সরকার জরুরি প্রতিক্রিয়া দপ্তর গঠন করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে।
তোহোকু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, হিগাশিডোরি ও ওনাগাওয়া পারমাণবিক কেন্দ্রে কোনো অনিয়ম ধরা পড়েনি এবং ফুকুশিমা কেন্দ্রও নিরাপদ রয়েছে। এই ভূমিকম্প ২০১১ সালের বিধ্বংসী তোহোকু ভূমিকম্পের স্মৃতি ফিরিয়ে এনেছে।