ইসরাইল গাজা শহরকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে ফিলিস্তিনিদের দক্ষিণে সরানোর পরিকল্পনা করেছে। এ পদক্ষেপ আসে নগরটির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেওয়ার পর। সেনাবাহিনী জানায়, জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো কেরেম শালোম দিয়ে তাঁবু ও আশ্রয় সরবরাহ করবে, যদিও জাতিসংঘ নিশ্চিত করেনি। ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদ এ পদক্ষেপকে মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়েছে। এদিকে জেইতুন ও শুজাইয়ায় ইসরাইলি বিমান ও ট্যাঙ্ক হামলা তীব্রতর হয়েছে।