এনসিপি থেকে সদ্য পদত্যাগকারী তাসনিম জারা বাংলাদেশে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে গিয়ে বিপাকে পড়েছেন। নির্বাচনী নিয়ম অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট এলাকার মোট ভোটারের অন্তত ১ শতাংশের স্বাক্ষর বা সমর্থনসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। জারা গত রোববার খিলগাঁও এলাকা থেকে স্বাক্ষর সংগ্রহ শুরু করেন, কিন্তু ভোটারদের সিরিয়াল নম্বর পাওয়া না যাওয়ায় প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে।
তাসনিম জারা জানিয়েছেন, ভোটার নম্বর পাওয়ার পাঁচটি সরকারি উপায়—এসএমএস, অনলাইন, ফোন কল ও কিউআর কোডসহ—কোনোটিই কার্যকর নয়। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন সব পথ বন্ধ করে রেখেছে এবং ওয়েবসাইটের সার্ভারও ডাউন রয়েছে। ফলে প্রয়োজনীয় ভোটার নম্বর সংগ্রহ করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় সময়ের স্বল্পতায় জারা প্রয়োজনীয় ভোটার সিরিয়াল নম্বর সংগ্রহ করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।