Web Analytics

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাসেম ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ কোনো শক্তিই হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না। ৫ ডিসেম্বর নিহত আলেমদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, হিজবুল্লাহ লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না। তিনি হিজবুল্লাহকে দেশপ্রেম, স্বাধীনতা ও মর্যাদার প্রতীক হিসেবে বর্ণনা করে বলেন, সংগঠনটি লেবাননের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। ইসরাইলের সম্প্রসারণবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে কাসেম যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেন। নাঈম কাসেম আরও বলেন, হিজবুল্লাহ সব রাজনৈতিক শক্তির সঙ্গে সহযোগিতায় প্রস্তুত এবং খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। তিনি শেষে উল্লেখ করেন, হিজবুল্লাহ তাদের দায়িত্ব পালন করেছে, এখন দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় উদ্যোগ নেওয়ার পালা লেবানন সরকারের।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।