চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন। ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আধিপত্যবাদ-বিরোধী শিক্ষক ঐক্য’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. ফুয়াদ হাসান এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
মানববন্ধনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিনসহ বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তারা দাবি জানান, শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত প্রত্যক্ষ খুনিদের পাশাপাশি নেপথ্যের রাজনৈতিক মাস্টারমাইন্ডদেরও বিচারের আওতায় আনতে হবে।
শিক্ষকরা চার দফা দাবি ঘোষণা করেন, যার মধ্যে রয়েছে দ্রুত বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিচারহীনতার সংস্কৃতি চিরতরে সমাপ্ত করা। এই আন্দোলন বাংলাদেশের শিক্ষাঙ্গনে ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান হিসেবে দেখা হচ্ছে।