দলের কারাবন্দি নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়েছি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, একে একে সবাই মুক্তি পেলেও মুক্তি পাননি এটিএম আজহার। তিনি জুলুমের শিকার। তিনি আরো বলেন, তাকে কারাগারে রেখে তিনি বাইরে থাকতে পারবেন না, স্বেচ্ছায় ২৫ তারিখ বন্দী হতে যাবেন আদালতে। এজন্য স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সাহায্য কামনা করেন। এই সময় সমাবেশের সবাইকে চাঁদাবাজি, দখলদারি বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান।