জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার সকালে শুরু হওয়া শুনানিতে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এর আগে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি গত সোমবার নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।
প্রার্থিতা বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি জানান, তার আপিল মঞ্জুর হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহে দেশ-বিদেশ থেকে পাওয়া শুভকামনা ও দোয়ার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
তাসনিম জারা আরও জানান, তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পছন্দের ফুটবল মার্কার জন্য আবেদন করবেন এবং নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন।