ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান ডেইলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট (ডিএমজিটি) ৫০ কোটি পাউন্ডে ‘দ্য টেলিগ্রাফ’ সংবাদপত্রটি কিনতে যাচ্ছে। মার্কিন-আমিরাতি কনসোর্টিয়াম রেডবার্ড আইএমআই-এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছে ডিএমজিটি। প্রতিষ্ঠানটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ অধিগ্রহণের জন্য এই চুক্তি সম্পন্ন হয়েছে। ১৭০ বছরের পুরনো দ্য টেলিগ্রাফ দীর্ঘদিন ধরে ডেইলি মেইলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। এই অধিগ্রহণের মাধ্যমে ডিএমজিটি যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ ডানপন্থী মিডিয়া গ্রুপে পরিণত হতে পারে। বিশ্লেষকদের মতে, এই চুক্তি ব্রিটিশ সংবাদমাধ্যমে মালিকানা কাঠামোর পরিবর্তন এবং প্রভাব বৃদ্ধির নতুন অধ্যায় সূচিত করবে।