তাঙ্গাইলে সখিপুর-কালিহাতী সড়কে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে রানা ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে শুক্রবার সকালে। স্ত্রী ও মাকে নিয়ে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ি যাচ্ছিলেন রানা, অসুস্থ বোধ করলে বাসের ছাদে ওঠেন। বাস পাবনা বাসস্ট্যান্ডে পৌঁছালে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাননি। পুলিশ রাস্তার পাশে তার মৃতদেহ উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত করছে।