ইসরাইলি দখলকৃত পশ্চিম তীরের রাস আইন আল-আউজা গ্রামের বেদুইনরা নিজেদের ভেড়ার খোঁয়াড় ভেঙে মালপত্র ট্রাকে তুলছেন এবং এলাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ক্রমবর্ধমান বসতি স্থাপনকারীদের সহিংসতার মুখে তারা ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। বার্তা সংস্থা এএফপি জানায়, আধা-যাযাবর এই বেদুইন জনগোষ্ঠী কার্যকর আইন-শৃঙ্খলার অভাবে জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন।
গ্রামের বাসিন্দা ফারহান জাহালিন বলেন, গত দুই বছর ধরে ধারাবাহিক হামলায় তাদের সম্প্রদায় ভেঙে পড়েছে। জাতিসংঘের তথ্যমতে, গত বছরের অক্টোবরে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা রেকর্ড ২৬০টিতে পৌঁছায়। গ্রামের ১৩০টি পরিবারের প্রায় অর্ধেক ইতোমধ্যেই এলাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বসতি স্থাপনকারীরা পানির উৎস বন্ধ করে, বিদ্যুৎ সংযোগ কেটে এবং নিজেদের পশু বেদুইনদের ঘরের পাশে চরিয়ে ভয় সৃষ্টি করছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনাগুলোর বিষয়ে অবগত এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাহিনী মোতায়েন করেছে। তবে বেদুইনদের আশঙ্কা, অন্যত্র গেলেও ভবিষ্যতে আবারও বাস্তুচ্যুত হতে হতে পারে।