ইরান ও ইসরায়েলের ১২ দিনের তীব্র সংঘাতের পর যুদ্ধবিরতি হয়েছে। এই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দীর্ঘ ২৬ দিন জনসমক্ষে না দেখা দেওয়ার পর পবিত্র আশুরার আগে তেহরানের একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। খামেনির অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন থাকলেও তিনি সরাসরি দৃশ্যে আসায় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সংঘাতকালে ইরানের কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।