Web Analytics

সুদানের দক্ষিণ কর্দোফান প্রদেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও নয়জন আহত হওয়ার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তীব্র নিন্দা জানিয়েছে। ১৩ ডিসেম্বর কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় হতাহতের ঘটনা ঘটে বলে আইএসপিআর জানিয়েছে।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ ঘাঁটি ও শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি এবং আন্তর্জাতিক আইনে এটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। পরিষদ দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানায়।

বিবৃতিতে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে ভবিষ্যতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ অবদানকারী দেশ।

Card image

Related Threads

logo
No data found yet!