রোববার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগে দায়েরকৃত মামলায় খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী আট কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ১০৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখেন এবং ৫ কোটি এক লাখ ৩১ হাজার ৭৭৩ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এ ঘটনায় ২০০৭ সালের এপ্রিল মাসে দুদক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।