ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অগ্রসেনানী শরীফ ওসমান হাদিকে হত্যার মোটিভ উদ্ঘাটনে এখনো ব্যর্থ তদন্তকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুই অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীর ভারতে পালিয়ে গেছে। ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর হাদির মৃত্যুর পর মামলাটি হত্যাচেষ্টার মামলা থেকে হত্যা মামলায় রূপান্তরিত হয়। এ পর্যন্ত পুলিশ ও র্যাব ১৪ জনকে গ্রেপ্তার করেছে, তবে তদন্তকারীরা জানিয়েছেন, এখনো কোনো স্পষ্ট সূত্র মেলেনি।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাদির হত্যাকাণ্ডে কারা লাভবান হয়েছে, কারা অর্থ বা সহায়তা দিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুলাই আন্দোলনে হাদির সক্রিয় ভূমিকা, আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান এবং ইনকিলাব মঞ্চের নেতৃত্বের কারণে তিনি টার্গেট হতে পারেন। নরসিংদীর একটি লেক থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। তদন্তকারীরা হাদির ডিজিটাল কনটেন্টও বিশ্লেষণ করছেন।