সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
কুয়েট উপাচার্যের পদত্যাগসহ ছয় দাবি নিয়ে প্রধান উপদষ্টোর কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে ঢাকায় এসে কুয়েটের ৮৪ শিক্ষার্থী কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান করেন। পরে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদষ্টোর বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেন। প্রধান উপদষ্টোর পক্ষ থেকে সাব্বির আহমদ নামে এক কর্মকর্তা তা গ্রহণ করেন। শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরবেন না বলে জানিয়েছেন। তারপর নিজেদের নিরাপদ স্থানে সবাই ফিরে যান। নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, আইনানুগ ব্যবস্থা না নেওয়ার জন্য নতুন ভিসি-প্রোভিসি চাচ্ছেন শিক্ষার্থীরা! ছাত্ররাজনীতি বন্ধসহ ৬ দফা দাবিও জানিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।