গাজায় জাতিগত নিধন বন্ধ এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন লেবার পার্টির ৫৯ জন এমপি। 'লেবার ফ্রেন্ডস অব ফিলিস্তিন' আয়োজিত চিঠিতে রাফাহতে ত্রাণের নামে ইসরাইলের তাবু শহর গঠনের পরিকল্পনাকে জোরপূর্বক স্থানান্তর ও জাতিগত নিধন বলে আখ্যা দেওয়া হয়েছে। তারা ইউএনআরডব্লিউএ-এর তহবিল পুনরায় চালু, জিম্মিদের মুক্তি এবং পশ্চিম তীরের ইসরাইলি পণ্যের ওপর বাণিজ্য অবরোধের আহ্বান জানান। এমপিদের মতে, ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলে যুক্তরাজ্যের ‘দুই রাষ্ট্র নীতি’ ক্ষতিগ্রস্ত হচ্ছে।