Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে। এই চুক্তির আওতায় জমিয়ত যেসব আসনে প্রার্থী দেবে, সেখানে বিএনপি প্রার্থী দেবে না এবং একইভাবে বিএনপির আসনগুলোতেও জমিয়ত প্রার্থী দেবে না। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

তবে বিএনপির সমর্থন পেলেও জমিয়ত প্রার্থীরা বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক ব্যবহার করতে পারবেন না। নির্বাচনসংক্রান্ত আইন (আরপিও) সংশোধনের কারণে তাদের নিজ দলের ‘খেজুর গাছ’ প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বিএনপি জমিয়তকে চারটি আসন ছেড়েছে— নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমঝোতা বিরোধী ভোট একত্রিত করার কৌশল হতে পারে। তবে পৃথক প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বাধ্যবাধকতা জোটের প্রচারণায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আগামী সপ্তাহগুলোতে দেখা যাবে, এই সমন্বয় কতটা কার্যকর হয়।

Card image

Related Threads

logo
No data found yet!