২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলনরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের অন্তত চারজনকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেফাজতে নিয়েছে। বিকাল চারটার দিকে তাদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংগঠনের একাংশের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা শাহিন গোলাম রাব্বানী, নিজামুদ্দিন এবং আরও একজন অজ্ঞাত ব্যক্তি।
এর আগে বুধবার আন্দোলনকারীরা প্রায় ছয় ঘণ্টা অর্থ উপদেষ্টাকে আটকে রাখেন এবং দাবি পূরণের আশ্বাস পান। তবে প্রতিশ্রুত সরকারি আদেশ (জিও) না আসায় বৃহস্পতিবারও তারা আন্দোলন চালিয়ে যান। বিকেলে পুলিশ কয়েকজনকে হেফাজতে নিলে সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়।
ঘটনাটি নন-ক্যাডার কর্মকর্তাদের বেতন বৈষম্য ও প্রশাসনিক সংস্কার নিয়ে দীর্ঘদিনের অসন্তোষকে নতুন করে উসকে দিয়েছে। প্রশাসন এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, তবে কর্মচারী সংগঠনগুলো আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে।