জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সম্মানে ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি এবং ১১টি বেসরকারি ব্যাংক ১১ কোটি টাকা দেবে। ৮ জুলাই গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের সহায়তায় এ অর্থ ব্যবহার হবে। সংশ্লিষ্টরা একে রাষ্ট্রের মানবিক দায়বদ্ধতার উদাহরণ হিসেবে দেখছেন।