বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, মিটারে না চালানোর একদফা দাবিতে রাজধানীজুড়ে তাণ্ডব চালানো সিএনজিচালিত অটোরিকশা চালকদের কাছে নতিস্বীকার করেছে বিআরটিএ। সংস্থাটি মিটারের অতিরিক্ত ভাড়া আদায়কারী অটোরিকশার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা বাতিল করে অসহায় যাত্রীদের নগরজুড়ে তাণ্ডব চালানো সিএনজি চালকদের হাতে তুলে দিয়েছে! বিবৃতিতে বলা হয়, ওবায়দুল কাদেরের নেতৃত্বে বিআরটিএ এক মস্তবড় সিন্ডিকেট গড়ে তুলে ১২০০ কোটি টাকার দুর্নীতি করেছে। এর ফলে ৩ লাখ টাকার সিএনজি ৩০-৩৫ লাখ টাকা হয়েছে। এরাই আন্দোলন উস্কে দিচ্ছে বলে অভিযোগ করে সংগঠনটি!