শনিবার সন্ধ্যায় মিরপুরে ডিএনসিসি'র একটি ময়লার গাড়ির চাপায় হাবিবুর রহমান (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত হাবিবুর রহমান রূপনগর এলাকার একটি মাদ্রাসায় পড়তো। এ ঘটনায় ঘাতক ময়লার গাড়িসহ ড্রাইভারকে আটক করেছে পুলিশ। ড্রাইভারের নাম মো. সোহেল। তিনি ডিএনসিসি অঞ্চল-২ এর বর্জ্য শাখার অস্থায়ী কর্মচারী। এক ইন্সপেক্টর বলেন, ‘সোহেলের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। সে অস্থায়ী ভিত্তিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে। তার হাতে এত বড় ময়লার গাড়ি তুলে দেওয়া ঠিক হয়নি।’