তৃতীয় দফায় ১১২ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ১৬ ফেব্রুয়ারি তাদের বহনকৃত বিমানটি পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে। এনডিটিভি জানিয়েছে, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে ৩১ জন পাঞ্জাবের, ৪৪ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের, উত্তরপ্রদেশের ২ জন, হিমাচল ও উত্তরাখণ্ডের ১ জন করে রয়েছে। এর আগে দুই দফায় ১০৪ জন ও ১১৬ জন অভিবাসী ফেরত পাঠানো হয়েছে। যাদের হাতে পায়ে শেকল পরানো ছিল। এই দফায় একইভাবে পাঠিয়েছে কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি।