সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করে দুঃশাসন চালাতে ২০০৫ সাল থেকেই শেখ হাসিনা বিদেশি শত্রুর সাথে হাত মিলিয়ে বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রমূলক প্রাথমিক কাজ বাস্তবায়ন শুরু করেন। আজ সেই নিষ্ঠুর ট্রাজেডির ১৬ বছর পূর্ণ হয়েছে। এই দিনটিকে 'জাতীয় শহীদ সেনা দিবস' হিসেবে ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন নয়টায়। সেনাবাহিনীও শ্রদ্ধাঞ্জলি জানাতে অনুষ্ঠান আয়োজন করেছে। ঐ হত্যাকাণ্ডে ৭৪ জন নিহত হন। ১৬ বছরেও মামলার নিষ্পত্তি হয়নি। তদন্ত প্রক্রিয়া সঠিক ছিল না অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় শেখ হাসিনা ও মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ও মন্ত্রীদের সংশ্লিষ্টতার প্রমাণপত্রও তৈরি করা হচ্ছে বলে শোনা যাচ্ছে।