উপদেষ্টা আসিফ মাহমুদ মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ওআইসিভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। আইসিওয়াইএফ প্রেসিডেন্ট তাহা আয়হানের সঙ্গে বৈঠকে তিনি জুলাই অভ্যুত্থানে তরুণদের ভূমিকা এবং প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সরকারের উদ্যোগ তুলে ধরেন। সেপ্টেম্বরে বাংলাদেশে গ্লোবাল ইয়ুথ সামিটে ওআইসি দেশগুলোর তরুণদের অংশগ্রহণে আমন্ত্রণ জানান উপদেষ্টা। আইসিওয়াইএফ প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়ে তাকে ইস্তানবুল সফরের আমন্ত্রণ জানান। মরক্কো সফর শেষে উপদেষ্টা তুরস্কে এমওইউ স্বাক্ষর ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।