যেসব দেশ যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী ব্রিকস জোটের নীতিকে সমর্থন করবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিকস দেশগুলো আইএমএফ ও প্রধান মুদ্রাগুলোর বিনিময় হার নির্ধারণ পদ্ধতিতে সংস্কারের প্রস্তাব দেওয়ার পরই ট্রাম্পের এই হুমকি এলো। ব্রিকসের সদস্য সংখ্যা ১১, যেখানে বিশ্ব জনসংখ্যার অর্ধেকের বেশি বাস করে। সম্প্রতি ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে শুল্ককে বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়। তারা ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার সামরিক হামলারও নিন্দা জানিয়েছে।