ধর্ম উপদেষ্টা ড.আ. ফ. ম খালিদ হোসেন বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। একে অপরের বিরুদ্ধে বিরুদ্ধাচার না করে কালেমার তলে উম্মতে মোহাম্মদীকে এক হতে হবে। তিনি বলেন, ‘আপনার দল আলাদা হতে পারে, পীর আলাদা হতে পারে। কিন্তু ধর্মের প্রয়োজনে রাজপথের বৃহত্তর স্বার্থে আমি এবং আপনি এক ও অভিন্ন। সুযোগ বার বার আসেনা। স্বাধীনতার পর ২০২৫ সাল উম্মতে মোহাম্মদীর জন্য নতুন করে সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তাই আমরা এ সুযোগকে কাজে লাগাতে না পারলে আরো শত বছর পিছিয়ে যেতে হবে। আরও বলেন, ‘আজ আমাদের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। সে সূর্যের তেজদীপ্তিতে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। সে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। উপদেষ্টা বলেন, ‘আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে খোলাফায়ে রাশেদীনের আলোকে, রাসুলুল্লাহ (সা.) এর সীরাতের মসজিদে নববীর আদলে এ দেশকে সাজাতে চাই। বিনির্মাণ করতে চাই একটি বৈষম্যহীন, লুটতরাজবিহীন, জুলুমবিহীন বাংলাদেশ। যেখানে প্রতিষ্ঠা পাবে মানুষের মৌলিক অধিকার।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।