Web Analytics

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে অভিজ্ঞতার শর্ত আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। ২৬ নভেম্বর জারি করা এক সার্কুলারে জানানো হয়, এখন থেকে এমডি পদে যোগ্য হতে হলে প্রার্থীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্মিলিত বা এককভাবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগে যেকোনো ঊর্ধ্বতন পদে দুই বছরের অভিজ্ঞতা যথেষ্ট ছিল। নতুন নির্দেশনা পূর্বের অস্পষ্টতা দূর করে নেতৃত্বের মানদণ্ডকে আরও সুনির্দিষ্ট করেছে। পাশাপাশি ব্যাংকিং ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম শ্রেণির বা সমমানের পদে অন্তত ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তারাও এখন সরাসরি এমডি পদে নিয়োগ পেতে পারবেন। এই পরিবর্তনের ফলে নিয়ন্ত্রক সংস্থার অভিজ্ঞ কর্মকর্তারা বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ পদে আসার সুযোগ পাবেন, যা খাতের নেতৃত্ব ও পেশাদারিত্বে ইতিবাচক প্রভাব ফেলবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।