মঙ্গলবার মানিকগঞ্জের আজিমনগর ইউনিয়নের বসন্তপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন নেভাতে গেলে ওয়ার্ড বিএনপি নেতাসহ কয়েকজনকে কোপানোর অভিযোগ উঠেছে। আহতরা অভিযোগ করে বলেন, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার ভাই আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়। প্রতিবেশীসহ বিএনপির কয়েকজন আগুন নেভাতে গেলে দেশীয় অস্ত্র চাপাতি, কুড়াল দিয়ে কোপ দেয় ও মারধর করে। আহত নুর হাফেজ বলেন, চেয়ারম্যানের বাড়ির আগুন না নেভালে আমাদের বাড়িও পুড়ত। আব্দুর রহমান বলেন, ঈদের দিন আমার বাড়িতে সংগঠনের উপজেলা সভাপতিসহ অনেকে আসে। আমরা খাওয়া দাওয়া করি। সোমবার রাতেই আমাকে হুমকি দেয় কয়েকজন। আজ তাদের নেতৃত্বে আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে।