Web Analytics

অর্থনীতিবিদ ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তার বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং গত ১৫ বছর ধরে তিনি হত্যাকারীদের রক্ষা করে আসছেন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। রেজা কিবরিয়া আরও বলেন, আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করলেও তাদের দলে প্রকৃত মুক্তিযোদ্ধা নেই। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে এক বীরউত্তমের বিধবা স্ত্রীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগও তোলেন। বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা সরকারের নেই। নিজের বাবার অবদান স্মরণ করে তিনি জানান, তার বাবা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!