Web Analytics

হাটহাজারী মাদ্রাসায় ডাল-ভাতসহ গরুর মাংসের স্বাদ নিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং স্থানীয় নেতাকর্মীরা। আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করে হেফাজত নেতারা ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। পরে মাদ্রাসার মহাপরিচালকের কক্ষে ফ্লোরে বসে দুপুরের মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন। এ সময় বিএনপি নেতারা মাদ্রাসার মহাপরিচালক শায়খুল হাদিস শেখ আহমেদ এবং হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরীসহ অন্য শিক্ষকদের সঙ্গে দুপুরের খাবার খেতে দেখা গেছে। সালাহউদ্দিন আহমেদ নিজামপুরীকে জানান, ডাল-ভাত খেতে ভালো লাগে। নিজামপুরী জানান, হাটহাজারী মাদ্রাসায় প্রতিদিন দুপুর ও রাত দুই বেলায় প্রায় নয় হাজার শিক্ষার্থীকে ফ্রিতে কর্তৃপক্ষ ডাল-ভাত প্রদান করে থাকে। এছাড়াও প্রতি সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার ডাল ভাতের সঙ্গে গরুর মাংস প্রদান করা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।