Web Analytics

নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে চবি প্রশাসনকে পদত্যাগ করতে বলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সন্ধ্যায় লিখিত বক্তব্যে তিন দফা দাবি তুলে ধরেন চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। দাবিগুলো হচ্ছে- শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে চবি প্রশাসনের পদত্যাগ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, রাতভর সংঘর্ষে কয়েক শতাধিক শিক্ষার্থী আহত হলেও প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন কিভাবে নীরব থাকে? সকালেও স্থানীয় সন্ত্রাসীরা আবার শিক্ষার্থীদের ওপর হামলা চালালে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়। পরে সেনাবাহিনী প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এক্ষেত্রে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চবি প্রশাসন ব্যর্থ হয়েছে। এদিকে রোববার দুপুরে জোবরা গ্রামের সমবেত লোকজনের মধ্যে দাঁড়িয়ে বিএনপি নেতা সাথী উদয় কুসুম বড়ুয়া জোবরা গ্রামের লোকজনকে কঠোর আন্দোলনের আহবান জানান। শিক্ষার্থীদের ‘কুলাঙ্গার’ অভিহিত করে বলেন- এই কুলাঙ্গাররা তো ভিসিকেও মানে না। পরে তাকে বহিষ্কার করেছে বিএনপি। তবে হাটহাজারী উপজেলা বিএনপি নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গ্রামবাসী ও চবি শিক্ষার্থীদের ধৈর্য্য ধরে সহিংসতা এড়িয়ে চলার অনুরোধ জানান।

Card image

Related Threads

logo
No data found yet!