ঢাকার জুলাই-অগাস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা ও হত্যার মামলায় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক দুই মন্ত্রী আনিসুল হক ও দীপু মনিসহ চারজনের গ্রেফতার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের আগস্টে মোহাম্মদপুরে আন্দোলনের সময় সালমানসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের হয়। অন্যদিকে, কাফরুল থানার একটি হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সচিব জিয়াউল আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। এসব ঘটনার মধ্যে গুলিতে একজন নিহত ও একজন আহত হন।