সংগঠনকে নীতিবিচ্যুত অভিহিত করে পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার মুখ্য সংগঠকসহ তিন নেতা। পদত্যাগ করা নেতারা হলেন, মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহাসিন আহমেদ রাতুল। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক হওয়ায় বৈছাআ গণবিরোধী প্লাটফর্মে রূপ নিয়েছে। বরিশাল জেলা ও মহানগরের অধিকাংশ নেতা নানান অপকর্মে জড়িত এবং ৫০ ভাগ নেতাকর্মী বৈছাআর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে জানান তারা।