নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরলেংটা খেয়াঘাটে সরকারি রাজস্ব আদায়ে বাধা, হামলা ও টাকা লুটের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, সরকারি খাস আদায়ের দায়িত্বে থাকা কর্মচারীদের ওপর হামলা চালিয়ে প্রায় ১২ থেকে ১৩ হাজার টাকা লুট করা হয় এবং তাদের ঘাট ত্যাগের নির্দেশ দেওয়া হয়। আদালতে রিট থাকায় ঘাটটি ইজারা না দিয়ে সরকারি খাস হিসেবে রাজস্ব আদায়ের নির্দেশ ছিল।
চরফকিরা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্ত জামায়াত নেতা মাহবুবুল হক ও হেলাল দাবি করেছেন তারা ঘাটের ইজারা নিয়েছেন, তবে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম জানান, লিখিত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকে রাজস্ব আদায় বন্ধ থাকায় সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।