রাঙ্গামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদের পানি সময়মতো না কমায় বিপাকে পড়েছেন প্রায় ১৩ হাজার কৃষক। পানিতে তলিয়ে থাকা জমিতে বোরো ধানের বীজ রোপণ করতে না পারায় কৃষকরা আশঙ্কা করছেন আগামী মৌসুমে খাদ্য সংকট দেখা দিতে পারে। সাধারণত পৌষ মাসে এসব জমিতে ধান রোপণ শুরু হয়, কিন্তু এবারও জমিগুলো পানিতে ডুবে থাকায় চাষাবাদ বন্ধ রয়েছে।
স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, সরকার কাপ্তাই বাঁধ বন্ধ রেখেছে বলে পানি নামছে না। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, লংগদুর মোট ৮ হাজার হেক্টর জমির মধ্যে প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর এখনো পানির নিচে। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থে জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত পানি কমানোর অনুরোধ জানানো হবে। অন্যদিকে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, আসন্ন নির্বাচন পর্যন্ত পানি না কমানোর প্রস্তাব করা হয়েছে।
সময়সীমার মধ্যে পানি না কমলে হাজারো কৃষক ক্ষতির মুখে পড়বে এবং খাদ্য সংকটের ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।