Web Analytics

বরিশালের মুলাদীতে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। ছাত্রশিবিরে নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা বাঁধা দেয়। এর প্রতিবাদ করেন ছাত্রশিবির নেতারা। পরে কথা কাটাকাটির একপর্যায়ে উপজেলা ও কলেজ ছাত্রদল নেতাকর্মীরা ছাত্রশিবিরের ওপর হামলা করলে সংঘর্ষ হয়। উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. হামীম হোসেন জানান, সংঘর্ষে কলেজ ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ ইসলামসহ কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তবে হামলার বিষয়টি অস্বীকার করে উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দিন ঢালী বলেন, ছাত্রশিবির নেতাকর্মীরা ছাত্রদলের ৪-৫ নেতাকর্মীকে কলেজ থেকে বের করে দেওয়ায় চেষ্টা ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে দুইপক্ষের হাতাহাতি হয়। পরে বিষয়টি সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এতে ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।