Web Analytics

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সার বিতরণে চরম বিশৃঙ্খলার জেরে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধর করেছে ক্ষুব্ধ কৃষকরা। মঙ্গলবার উমরাডাঙ্গী বাজারে সার বিতরণের সময় কিছু কৃষক অতিরিক্ত সার নেওয়ার চেষ্টা করলে লাইনে থাকা অন্য কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে কর্মকর্তা আকতার হোসেন স্থান ত্যাগ করলেও পরে উপজেলা কৃষি কর্মকর্তা সইদুল ইসলামের সঙ্গে ফিরে এলে জনতা তাকে বেধড়ক পেটায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাণীশংকৈল ও পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, আহতের মাথায় আঘাত ও দাঁত ভেঙে গেছে। চিকিৎসা শেষে তার বক্তব্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সার সংকট ও বিতরণে অনিয়ম নিয়ে কৃষকদের ক্ষোভ দীর্ঘদিন ধরে বাড়ছিল, যা এই সহিংস ঘটনার সূত্রপাত ঘটায়।

Card image

Related Threads

logo
No data found yet!