Web Analytics

বহু প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কয়েক দফা স্থগিতের পর অনুষ্ঠিত এই নির্বাচনে বিচ্ছিন্ন পক্ষপাতের অভিযোগ থাকলেও কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দেন। প্রত্যাশার তুলনায় ভোটার উপস্থিতি কম ছিল—কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ এবং হল সংসদে ৭৭ শতাংশ ভোট পড়ে। তবে ভোট গণনায় জটিলতা দেখা দেয়, কারণ ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ছয় ঘণ্টারও বেশি সময় গণনা শুরু করা যায়নি।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে গণনা শুরু হলেও অতিরিক্ত ভিড়ের কারণে তা বন্ধ থাকে এবং পরে মেশিনে ভিন্ন ফল আসায় গণনা স্থগিত করা হয়। নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রার্থীদের সঙ্গে বৈঠক করে সমাধান খোঁজে। নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি জানান, প্রথমে ৩০০ ভোট হাতে গণনা করে দুটি মেশিনে যাচাই করা হবে; যে মেশিনের ফল হাতে গণনার সঙ্গে মিলবে, সেটিতেই গণনা চলবে।

চারটি প্যানেলে মোট ১৫৭ জন প্রার্থী কেন্দ্রীয় ও হল সংসদের ৩৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Card image

Related Threads

logo
No data found yet!