দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে আজিজুল হাকিমের দল। যদিও শ্রীলঙ্কাও সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে, তারা ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৪৬.৩ ওভারে ২২৫ রান তোলে। জাওয়াদ আবরার ৪৯ ও রিফাত বেগ ৩৬ রান করেন। শ্রীলঙ্কার কাভিজা গামাগে চারটি উইকেট নেন। জবাবে লঙ্কানরা ১৮৬ রানে অলআউট হয়। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ও শাহরিয়ার আহমেদ তিনটি করে উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন ইকবাল হোসেন।
আগামী ১৯ ডিসেম্বর প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।