বাংলাদেশের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গুমের নির্দেশ দিতেন এবং তার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সেই নির্দেশ বাস্তবায়ন করতেন। রবিবার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেলে সংঘটিত গুম ও নির্যাতন সংক্রান্ত মামলার অভিযোগ গঠনের শুনানিতে তিনি এ মন্তব্য করেন।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু করে। ইতোমধ্যে তিন সেনা কর্মকর্তা—মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী—কারাগার থেকে হাজির করা হয়। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক ডিজিএফআই প্রধানরা।
ট্রাইব্যুনাল পলাতকদের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দিয়েছে এবং জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে। মামলাটি অতীত সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উচ্চপর্যায়ের জবাবদিহির নজির হিসেবে দেখা হচ্ছে।