বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল হক অভিযোগ করেছেন, একটি মহল ‘সংস্কার ও বিচারের’ নামে জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায় এবং নতুন একটি দল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও হত্যাকাণ্ড চালিয়ে তার দায় বিএনপির ওপর চাপাতে চাইছে। শুক্রবার মিরপুরে অনুষ্ঠিত শহীদ স্মরণ সমাবেশে তিনি বলেন, জনগণ নিরপেক্ষ ও দ্রুত নির্বাচন চায়, কোনো নাটক নয়। স্বাধীনতার ৫৩ বছর পরও গণতন্ত্র প্রতিষ্ঠায় রক্ত ঝরছে, যা বিএনপি আর চায় না। তিনি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান জানান। সমাবেশ শেষে মৌন মিছিল অনুষ্ঠিত হয়।